Homeআন্তর্জাতিকপতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে আটক হওয়া দুই বাংলাদেশিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে। শুক্রবার সকালে বেনীপুর সীমান্তে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

মহেশপুর ৫৮-বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ১১টায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ ওই দুই বাংলাদেশিকে আটক করে। তারা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার কমলাপুর গ্রামের নিরোধ বৈদ্যর ছেলে লিটন বৈদ্য এবং বরিশালের আগৈলঝাড়ার চাঁদনিশিয়া গ্রামের এক তরুণী।

আটকের পর বিএসএফ তাদের পরিচয়পত্র ও মোবাইলফোন যাচাই-বাছাই করে বিষয়টি বিজিবিকে জানায়। পরে বেনীপুর বিওপির অধীন সীমান্তে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের বেনিপুর বিওপির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহ ও ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের পুটিখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি হিমাংশু শর্মা দুই দেশের প্রতিনিধিত্ব করেন। বিজিবি ও বিএসএফের বেশ কয়েকজন সদস্যও বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর