Homeরাজনীতিজিএম কাদের এবং পরিবারের ব্যাংক হিসাব স্থগিত: এনবিআরের তদন্ত

জিএম কাদের এবং পরিবারের ব্যাংক হিসাব স্থগিত: এনবিআরের তদন্ত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) তাদের ব্যাংক হিসাবের থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর বন্ধ করার নির্দেশ দিয়েছে। সিআইসি ইতোমধ্যে দেশের সব তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে এই নির্দেশনা দিয়েছে।

এটি একটি প্রশাসনিক পদক্ষেপ, যা জিএম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০১৭ সালের ১ জুলাই থেকে এখন পর্যন্ত তাদের একক বা যৌথ নামে বা মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত যেকোনো ব্যাংক হিসাবের বিবরণী পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এসব হিসাবের মধ্যে সঞ্চয়ী, চলতি, ঋণ, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, সঞ্চয়পত্র ও অন্যান্য সেভিংস স্কিমের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে।

সিআইসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই তথ্য সঠিক সময়ে না দিলে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা এবং পরে প্রতিদিন ৫০০ টাকা হারে জরিমানা হতে পারে। আরো একটি নির্দেশনায় বলা হয়েছে, গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রীর নামে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে পরিচালিত সব হিসাবের অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করতে হবে। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করতে বলা হয়েছে এবং তার পরিপালন প্রতিবেদন দ্রুত পাঠানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর