Homeখেলাতামিম ইকবালের হার্টে ১০০ শতাংশ ব্লক: ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে

তামিম ইকবালের হার্টে ১০০ শতাংশ ব্লক: ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে

বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল বর্তমানে হার্টের সমস্যার কারণে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন। সোমবার (২৫ মার্চ) ডিপিএলে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে টস করতে যান তিনি, তবে খেলা শুরুর আগেই বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সকালে টসের পরপরই বুকে ব্যথা অনুভব করেন তামিম এবং দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে বিষয়টি জানান। প্রথমে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় ওষুধ দেওয়া হয়, তবে অবস্থার উন্নতি না হওয়ায় নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।

কিছু সময় পর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়। মোহামেডান ম্যানেজারের নির্দেশে হেলিকপ্টারের ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত নিকটতম কেপিজে হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ১০০ শতাংশ ব্লক ধরা পড়ে।

অবস্থা সংকটাপন্ন হওয়ায় ২২ মিনিট ধরে সিপিআর দেওয়া হয় এবং তিনবার ডিসি শক প্রয়োগ করা হয়। পরে সফলভাবে ব্লক সরিয়ে রিং পরানো হয়। অস্ত্রোপচারের পর দ্রুত জ্ঞান ফিরে পান তামিম এবং চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন।

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমকে আপাতত ঢাকায় নেওয়া সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হচ্ছে এবং পরবর্তী ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

সর্বশেষ খবর