আগামীকাল (মঙ্গলবার) ভারতের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাই পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া ভারতকে ‘বড় ভাই’ বললেও, তার দলের জয় অর্জন নিয়ে আত্মবিশ্বাসী। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জামাল বলেন, “আপনি যখন বড় ভাইয়ের বিপক্ষে খেলতে চান, তখন সবসময় জিততে চান, তাই নয়? আমরাও সেটা চাই।”
বর্তমানে ভারতের ফিফা র্যাঙ্কিং ১২৬, আর বাংলাদেশের অবস্থান ১৮৫। তাই কাগজে-কলমে ভারতের শক্তি বেশি হলেও জামাল তার দলের লক্ষ্য নিয়ে কোনো সংশয় প্রকাশ করেননি। তিনি বলেন, “আমরা র্যাঙ্কিং নিয়ে ভাবি না, আমাদের লক্ষ্য ম্যাচ জেতা।”
বাংলাদেশ দলের জন্য একটি ইতিবাচক পরিবর্তন ঘটেছে হামজা আহমেদ এর যোগদানে। জামাল ভূঁইয়া মনে করেন, হামজার উপস্থিতি দলের মানসিকতাকে আরও শক্তিশালী করেছে এবং এখন খেলোয়াড়রা জয়ের দিকে মনোযোগী। হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের জন্য এক নতুন শক্তির সংকেত বলে মন্তব্য করেছেন তিনি।
২০১৯ সালে কলকাতায় বাংলাদেশ-ভারত ম্যাচের আগে জামাল ভূঁইয়া বলেছিলেন, “আইএসএল বাংলাদেশের চেয়ে ভারতের ফুটবল এগিয়ে।” তবে আজকের দিনে তিনি বিশ্বাস করেন, দুই দেশের স্থানীয় ফুটবল খেলোয়াড়দের মধ্যে বড় কোনো পার্থক্য নেই। জামাল আরও বলেন, “এটা সত্য যে, আইএসএল আমাদের প্রিমিয়ার লিগের চেয়ে উন্নত, কিন্তু দুই দেশের খেলোয়াড়দের মধ্যে পার্থক্য খুব কম।”
তবে, এখন বাংলাদেশ ফুটবল দল নিজেদের শক্তি নিয়ে আত্মবিশ্বাসী এবং ভারতকে হারানোর জন্য মাঠে নামছে। সবদিক থেকে প্রস্তুতি নিয়ে জামাল এবং তার দলের আশা, ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবে তারা।