Homeঅর্থনীতিঈদে নতুন টাকার সংকট: দুই টাকায় ১০০% মুনাফা, ১০ টাকায় ৭০% বেশি...

ঈদে নতুন টাকার সংকট: দুই টাকায় ১০০% মুনাফা, ১০ টাকায় ৭০% বেশি দাম

ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দে নতুন টাকার কচকচে নোট যোগ করে বাড়তি উচ্ছ্বাস। তবে এবার ব্যাংক থেকে নতুন নোট বিনিময় বন্ধ থাকায় রাজধানীর ফুটপাতে চলছে নতুন টাকার জমজমাট বেচাকেনা। এতে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি টাকা।

সরেজমিনে ঢাকার মতিঝিল ও গুলিস্তানে দেখা গেছে, আইনকে উপেক্ষা করে প্রকাশ্যে নতুন টাকার বান্ডিল বিক্রি হচ্ছে চড়া দামে। ১০ টাকার ১০০টি নোট কিনতে যেখানে ১,০০০ টাকা থাকার কথা, সেখানে ক্রেতাকে গুনতে হচ্ছে ১,৭০০ টাকা। অর্থাৎ ৭০ শতাংশ বেশি দাম দিতে হচ্ছে। দুই টাকার নোটে মুনাফার হার আরও বেশি—একটি বান্ডিল কিনতে ২০০ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে, যা ১০০ শতাংশ বেশি।

২০ টাকার ১০০টি নোটে ৪০ শতাংশ, পাঁচ টাকায় ৬০ শতাংশ, ৫০ টাকায় ৮ শতাংশ, ১০০ ও ২০০ টাকার বান্ডিলে ৪ ও ২ শতাংশ অতিরিক্ত দাম রাখা হচ্ছে।

❝নতুন টাকা শিশুদের ঈদের আনন্দ বাড়ায়। কিন্তু এত চড়া দামে কেনা সত্যিই কষ্টকর,❞ বলেন মতিঝিলে টাকা কিনতে আসা বেসরকারি চাকরিজীবী তন্ময় হোসেন। ব্যবসায়ী ইউসুফ ইব্রাহিম বলেন, ❝এক হাজার ২০০ টাকা বেশি দিয়ে তিনটি বান্ডিল কিনতে হলো। আগে কল্পনাও করিনি ডাবল দামে নতুন নোট কিনতে হবে।❞

টাকার অবৈধ বিক্রেতাদের মতে, ❝নতুন নোটের চাহিদা বেশি থাকায় দাম বাড়ছে। আমরা সামান্য লাভে বিক্রি করছি।❞ তবে কিভাবে ব্যাংকের টাকা বাজারে আসছে সে বিষয়ে তারা মুখ খুলতে চাননি।

আইন অনুযায়ী নতুন টাকা বেশি দামে বিক্রি দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারিত মূল্যে নতুন নোট সরবরাহ করা হয়, যা চড়া দামে বিক্রি করা বেআইনি। এ ধরনের অনৈতিক লেনদেনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সর্বশেষ খবর