Homeখেলাহামজার অভিষেকে ভারতের সঙ্গে বাংলাদেশের ড্র

হামজার অভিষেকে ভারতের সঙ্গে বাংলাদেশের ড্র

দুর্দান্ত রক্ষণভাগ, গোছানো মাঝমাঠ—কিন্তু গোলের সুযোগ নষ্ট করার ব্যর্থতায় জয় পাওয়া হলো না বাংলাদেশের। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচটি দিয়েই জাতীয় দলে অভিষেক হয় হামজা দেওয়ান চৌধুরীর। দারুণ পারফর্ম করলেও দলের জয় এনে দিতে পারেননি তিনি।

প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা মেলেনি। ৯ মিনিটে শেখ মোরসালিনের দুর্দান্ত ক্রসে ইমনের হেড অল্পের জন্য বাইরে চলে যায়। ১১ মিনিটে কর্ণার থেকে হৃদয়ের মিস এবং ফাঁকা পোস্টে তপু জুনিয়রের ব্যর্থতা বাংলাদেশের জন্য হতাশাজনক ছিল।

দ্বিতীয়ার্ধে ভারত আক্রমণে ধার বাড়ালেও বাংলাদেশের রক্ষণ দৃঢ়তা ধরে রাখে। ৪৭ মিনিটে ভারতীয় আক্রমণ রুখে দেন হামজা। ৫৭ মিনিটে সুনীল ছেত্রীর হেড কাঁধ দিয়ে ঠেকিয়ে চমকে দেন এই অভিষিক্ত মিডফিল্ডার। ৬১ মিনিটে বিশাল কাইথের ভুলে বল জনির সামনে পড়লেও তিনি শট না নিয়ে পাস বাড়ান, ফলে আরেকটি সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়।

ম্যাচের ৮৮ মিনিটে শেষ চেষ্টা করেন ফয়সাল আহমেদ ফাহিম। ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া জোরালো শট রুখে দেন ভারতীয় গোলরক্ষক বিশাল। শেষ পর্যন্ত ০-০ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

প্রথম ম্যাচেই বাংলাদেশের রক্ষণকে একাই সামলেছেন হামজা দেওয়ান চৌধুরী। বল কাটা, পাস দেওয়া এবং প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করে নজর কাড়েন এই মিডফিল্ডার। তার দারুণ কিছু ট্যাকল ও পাসে বেশ কয়েকটি সুযোগ তৈরি হয়, তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় সেগুলো কাজে লাগানো যায়নি।

বাংলাদেশ প্রথমার্ধে আধিপত্য দেখালেও গোল না পাওয়াটা হতাশার। বারবার আক্রমণ গড়ে তোলা সত্ত্বেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে দল। বিশেষ করে তপু, ইমন ও জনির মিসগুলো গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যর্থতা বাড়িয়েছে।

সর্বশেষ খবর