Homeবিনোদনকাটছাঁটের পর ছাড়পত্র পেল শাকিব খানের ‘বরবাদ’

কাটছাঁটের পর ছাড়পত্র পেল শাকিব খানের ‘বরবাদ’

অবশেষে মুক্তির অনুমতি পেল শাকিব খান ও ইধিকা পাল অভিনীত আলোচিত সিনেমা ‘বরবাদ’। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের কিছু আপত্তির কারণে সিনেমাটি প্রথমে ছাড়পত্র পায়নি। তবে নির্দিষ্ট দৃশ্যগুলো সংশোধন করে আজ মঙ্গলবার পুনরায় জমা দেওয়া হলে ছাড়পত্র দেওয়া হয়েছে।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সেন্সর বোর্ড সবসময় বাংলা সিনেমার মান বজায় রাখার জন্য নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে। “বরবাদ” সিনেমার ক্ষেত্রেও কিছু দৃশ্য সংশোধনের পরই ছাড়পত্র দেওয়া হয়েছে। এতে মুক্তিতে আর কোনো বাধা নেই।’

সিনেমাটিকে ‘ইউ গ্রেড’ (সর্বজনীন) হিসেবে সনদপত্র দেওয়া হয়েছে, অর্থাৎ সব শ্রেণির দর্শক এটি দেখতে পারবেন।

পরিচালক মেহদী হাসান হৃদয় নির্মিত এই সিনেমায় শাকিব খান ও ইধিকা পাল জুটি বেঁধেছেন। আরও অভিনয় করেছেন—ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম ও মিশা সওদাগর।

সিনেমাটি ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর