Homeইসলাম ধর্মআজ পবিত্র শবে কদর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত

আজ পবিত্র শবে কদর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত

আজ পবিত্র শবে কদর, সেই মহিমান্বিত রাত যে রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম। এটি ইসলাম ধর্মে অত্যন্ত ফজিলতপূর্ণ রাত হিসেবে বিবেচিত, কারণ এই রাতে কোরআন অবতীর্ণ হয় এবং আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমত বর্ষণ করেন।

শবে কদরের ফজিলত ও গুরুত্ব

শবে কদর সম্পর্কে কোরআনে বলা হয়েছে, “লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ” (সূরা কদর: ৩)।হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি এই রাতে ইবাদত করবে, আল্লাহ তাকে সমস্ত গুনাহ থেকে মুক্তি দেবেন” (বুখারি ও মুসলিম)।

শবে কদরকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমানরা রাতভর ইবাদত করেন। নামাজ, তিলাওয়াত, দোয়া, জিকির ও তওবার মাধ্যমে তারা আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত কামনা করেন।

বিশ্বজুড়ে মসজিদে বিশেষ আয়োজন

বাংলাদেশসহ বিশ্বের মুসলিম দেশগুলোতে মসজিদে বিশেষ নফল নামাজ, তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হবে। ঢাকা, মক্কা, মদিনা, ইস্তানবুলসহ বিভিন্ন স্থানে লাখো মানুষ মসজিদে অবস্থান করে রাতভর ইবাদত করবেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া, দেশের বিভিন্ন মসজিদেও কদরের রাত উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শবে কদরের করণীয় ইবাদত

১. নফল নামাজ: বেশি বেশি নফল নামাজ পড়া।
2. কোরআন তিলাওয়াত: এই রাতে কোরআন তিলাওয়াতের ফজিলত অনেক বেশি।
3. দোয়া: বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন, কারণ আল্লাহ তাআলা এই রাতে দোয়া কবুল করেন।
4. সদকা ও দান: এই রাতে দান-খয়রাত করলে তা হাজার মাসের দানের সমান সওয়াব লাভ হয়।

শবে কদর এমন এক রাত, যে রাতে ইবাদত করলে আল্লাহ তাঁর বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। তাই প্রত্যেক মুসলমানের উচিত এই রাতকে যথাযথভাবে ইবাদতের মাধ্যমে কাটানো। আল্লাহ আমাদের সবাইকে এই রাতের বরকত লাভের তওফিক দান করুন, আমিন।

সর্বশেষ খবর