Homeজেলাজিয়াকে ‘স্বাধীনতার ঘোষক’ বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ-হট্টগোল

জিয়াকে ‘স্বাধীনতার ঘোষক’ বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ-হট্টগোল

পাবনায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘মহান স্বাধীনতার ঘোষক’ দাবি করায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধাদের একাংশ তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে অনুষ্ঠানস্থলে হট্টগোল দেখা দেয়।

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে বিএনপি নেতা মাসুদ খন্দকার বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক।’ এই বক্তব্য শোনার পর মুক্তিযোদ্ধাদের একাংশ প্রতিবাদ জানায় এবং তার বিরুদ্ধে স্লোগান দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএনপি নেতা বক্তব্য সংক্ষিপ্ত করে চলে যান। তবে কিছুক্ষণ পরেই অনুষ্ঠান স্বাভাবিক হয় এবং অন্য অতিথিদের বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বিষয়টি নিয়ে বক্তব্য দিতে গিয়ে মাসুদ খন্দকার বলেন, ‘আমি সত্য কথা বলেছি, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। কিছু কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে অনুষ্ঠান নষ্ট করার জন্য হট্টগোল সৃষ্টি করেছে।’

অন্যদিকে, পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, ‘বক্তব্যের একটি অংশে কিছু মুক্তিযোদ্ধা আপত্তি জানান এবং তার প্রতিক্রিয়ায় সামান্য উত্তেজনা তৈরি হয়। তবে অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।’

সর্বশেষ খবর