অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক।
বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোরশেদ এবং প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে আরও একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।
চীনের চার দিনের সফর শেষে আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।