Homeজাতীয়টিএনজেড অ্যাপারেলের গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-বোনাস দেয়া হয়েছে

টিএনজেড অ্যাপারেলের গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-বোনাস দেয়া হয়েছে

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত টিএনজেড অ্যাপারেল লিমিটেডের শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধে কোম্পানির কারখানার গাড়ি বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। একইসঙ্গে আরও তিনটি কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ১২.২৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান তিনি।

শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, “২৫ মার্চের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, টিএনজেড অ্যাপারেলের গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করা হয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনা আগে ঘটেছে কি না, তা আমার জানা নেই।”

তিনি আরও জানান, টিএনজেড অ্যাপারেলের মালিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিকল্প উপায়ে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রম উপদেষ্টা জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের জরুরি হিসাব থেকে রোয়ার ফ্যাশনের শ্রমিকদের পাওনা পরিশোধে ১.২৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তবে এই উদ্যোগ কেবল নির্দিষ্ট কিছু কারখানার জন্য এবং এটি সর্বজনীনভাবে সম্প্রসারিত করা হবে না।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় মাহমুদ গ্রুপের দুটি প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধে ১১ কোটি টাকা সহায়তা দেয়া হয়েছে।

শিল্প পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ১২২টি তৈরি পোশাক ও টেক্সটাইল কারখানা এখনো শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি।

বর্তমানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বেপজার আওতায় ২,৮৯০টি কারখানা পরিচালিত হচ্ছে। এর মধ্যে ২,৭৬৮টি কারখানা ইতোমধ্যে বেতন পরিশোধ করেছে, তবে ১২২টি কারখানা এখনো বকেয়া পরিশোধ করেনি।

এদের মধ্যে ৩০টি কারখানা জানুয়ারি ও তার আগের মাসের বেতনও পরিশোধ করেনি।

যেসব প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন পরিশোধে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

সর্বশেষ খবর