Homeরাজনীতিটঙ্গীর ইজতেমা মাঠ জঙ্গির কারখানা: বিএনপি নেতা ফজলুর রহমান

টঙ্গীর ইজতেমা মাঠ জঙ্গির কারখানা: বিএনপি নেতা ফজলুর রহমান

টঙ্গীর ইজতেমা মাঠকে জঙ্গির কারখানা বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। সম্প্রতি, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, “চাব্বিশে মার্চ চইলা গেল, ষোলোই ডিসেম্বর চইলা গেল, একটা বিজয়ের গান শুনলাম না। ‘সবকটা জানালা খুলে দাও না’, ‘ওরা আসবে’— এসব গান কানে বাজল না। একুশে ফেব্রুয়ারি চইলা গেল, অথচ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি একদিনের জন্যও শোনা যায়নি। বরং একুশে ফেব্রুয়ারির মেলাটাকে বানিয়ে ফেলা হয়েছে ইজতেমার মাঠ। এটা একটা জঙ্গির কারখানা।”

বিএনপি নেতার এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেকেই তার বক্তব্যকে উসকানিমূলক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে অভিহিত করেছেন।

কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেছেন বলে বিএনপি নেতা ফজলুর রহমান বিভিন্ন সময় বিভ্রান্তিকর মন্তব্য করছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার এ ধরনের মন্তব্য কতটা যুক্তিযুক্ত।

ফজলুর রহমান একজন আইনজীবী এবং মুক্তিযোদ্ধা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এক সময় ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। চারদলীয় জোট সরকারের শেষ দিকে বিএনপিতে যোগ দিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।

সর্বশেষ খবর