Homeজেলাএখনো সিন্ডিকেট রয়ে গেছে: বিএনপি নেতা খায়রুল কবির খোকন

এখনো সিন্ডিকেট রয়ে গেছে: বিএনপি নেতা খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দ্রব্য মূল্যের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য আসেনি এবং সিন্ডিকেট এখনো রয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নরসিংদী আন্তঃজেলা বাস টার্মিনালে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, “৭২ শতাংশ মানুষ এখনো পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না। ৪২ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। ৩৫ শতাংশ মানুষ এখনো দুই বেলা খাবার পায়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার।”

বিএনপি নেতা আরও বলেন, “বিগত স্বৈরাচার সরকার জনগণের ট্যাক্সের ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা দেশে থাকলে সাধারণ মানুষের উপকার হতো। এই দেশের জনগণই এই ভূখণ্ডের মালিক। তারাই ভোটের মাধ্যমে নির্ধারণ করবে একটি জনবান্ধন সরকার। যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে। তাই বর্তমান সরকারকেই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যেখানে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে।”

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, “দেশের মানুষের অর্থনৈতিক সংকট এখনো অব্যাহত। যাদের আয় সীমিত, তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে হিমশিম খাচ্ছে। সরকারের উদাসীনতার কারণে সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।”

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুত, চেম্বারের পরিচালক আওলাদ হোসেন মোল্লা, নাসির আহমেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খায়রুল কবির খোকন বলেন, “দেশের জনগণ একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায়। একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।”

সর্বশেষ খবর