Homeআন্তর্জাতিকথাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে চোখের পলকেই মাটিতে মিশে গেল বহুতল ভবন

থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে চোখের পলকেই মাটিতে মিশে গেল বহুতল ভবন

মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে কম্পনটি অনুভূত হয়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭। অন্যদিকে, চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, এর মাত্রা ছিল ৭.৯।

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বহুতল ভবনগুলো কাঁপতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনগুলোর সুইমিং পুল থেকে পানি ছিটকে পড়ছে। রাস্তায় আতঙ্কিত মানুষজন নিরাপদ স্থানে ছুটে যাচ্ছেন।

একটি নির্মাণাধীন আকাশচুম্বী ভবন নিমিষেই ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ওই ভবনের ৪৩ জন নির্মাণকর্মী নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা ভবন ধসের ভিডিও ও ছবি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

থাইল্যান্ড ও মিয়ানমারে ইতোমধ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। থাই প্রধানমন্ত্রী পেতোংটার্ন শিনাওয়াত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। পরিস্থিতির কারণে তিনি দক্ষিণ দ্বীপ ফুকেটে নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) আরও জানিয়েছে, প্রথম কম্পনটি স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। একই সময়ে আরেকটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪।

স্থানীয় মানুষজন ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত হয়ে রাস্তায় বের হয়ে আসেন। অনেকেই ভবন ধসের দৃশ্য দেখে শোকাহত। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালাচ্ছেন।

আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে সহায়তা চাওয়া হয়েছে। বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তাবাহিনীকে সহায়তা করছে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো।

সর্বশেষ খবর