Homeবিনোদনঅভিনেতা শামীম হাসান সরকারের বিয়ে: নতুন জীবনের শুরু

অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ে: নতুন জীবনের শুরু

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে বিয়ে করলেন। গল্প বা নাটকের পর্দায় নয়, বাস্তবেই নতুন জীবনের অধ্যায় শুরু করলেন তিনি। শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজ শেষে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

শামীম হাসান সরকার নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, “এবার কোনো নাটকের গল্প নয়, সত্যিই বিয়ে করেছি। পরিবারের সবাই উপস্থিত ছিল। সবাই দোয়া করবেন আমাদের জন্য।”

নববধূ মিডিয়া সংশ্লিষ্ট কেউ নন বলে জানিয়েছেন শামীম। তবে পাত্রীর বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অনাগ্রহ প্রকাশ করেছেন তিনি। শুধু বলেছেন, “সময় মতো সব বলবো, আপাতত দোয়া করবেন।”

শামীম হাসান সরকারের বিয়ে নিয়ে বহুবার গুঞ্জন উঠেছে। বেশ কয়েকবার বিভিন্ন নাটকের দৃশ্যকে বাস্তব বিয়ে বলে বিভ্রান্তি ছড়ায়। তবে এবার আর গুঞ্জন নয়, সত্যিকার অর্থেই বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেতা। কয়েক মাস আগেই জানিয়েছিলেন, চলতি বছর বিয়ে করার পরিকল্পনা রয়েছে। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিলো।

শামীম হাসান সরকার দীর্ঘদিন ধরে ছোট পর্দায় কাজ করে আসছেন। নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকে তার অভিনয় দক্ষতা তাকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ রক্ষণশীল এই অভিনেতা।

শামীমের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে। ভক্ত ও সহকর্মীরা নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। অভিনয়জগতে ব্যস্ত সময় পার করলেও এবার নতুন জীবনের দায়িত্বও নিয়েছেন শামীম।

অভিনেতার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, শামীম ও তার নববধূ নতুন জীবনের জন্য সবার কাছ থেকে দোয়া কামনা করেছেন। বিয়ে নিয়ে মিডিয়ায় বিস্তারিত কিছু জানানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শামীম।

নাটকের চরিত্রে বিয়ে করলেও এবার বাস্তবেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন শামীম হাসান সরকার। নতুন জীবন সুখময় হোক, এই কামনায় আছেন তার ভক্ত ও সহকর্মীরা।

সর্বশেষ খবর