শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।
সারাদেশের মতো বগুড়ার শেরপুর উপজেলায়ও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিল ৭১ জন পরীক্ষার্থী।
শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় তিনটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,৮৮৩ জন। এর মধ্যে ১,৮৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং অনুপস্থিত ছিল ২৬ জন। সীমাবাড়ী এআর বালিকা উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ ১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মাদ্রাসা পর্যায়ে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল ৮৯১ জন পরীক্ষার্থী। এর মধ্যে উপস্থিত ছিল ৮৫১ জন এবং অনুপস্থিত ছিল ৪০ জন।
এছাড়া ভোকেশনাল পরীক্ষায় শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৮৯ জন। এর মধ্যে ২৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৫ জন অনুপস্থিত ছিল।
উপজেলার সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং নিয়মিত তদারকির ব্যবস্থা ছিল।
শেরপুর সরকারি ডায়মন্ড জুবলী (ডি.জে) মডেল হাইস্কুল কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক আখতার উদ্দিন বলেন, “আমাদের কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোন সমস্যা নেই।“
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান বলেন, “পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”