বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদের হল রুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোসা. জেসমিন আক্তার। তিনি বলেন, “নববর্ষ বাঙালি সংস্কৃতির অন্যতম আনন্দময় উৎসব। একে সুন্দর, শান্তিপূর্ণ ও জনসাধারণের অংশগ্রহণমূলকভাবে উদযাপন করতে হবে।” তিনি নববর্ষ উদযাপন উপলক্ষে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, রাস্তা সজ্জাসহ নানা আয়োজনের পরিকল্পনার দিকনির্দেশনা প্রদান করেন।
প্রস্তুতিমূলক সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, নববর্ষ উদযাপন শুধু বিনোদনের বিষয় নয়, বরং এটি সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ উপলক্ষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
সভা শেষে সকল অংশগ্রহণকারী বর্ষবরণের সফল আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন এবং ধামইরহাট উপজেলাকে একটি সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত করার অঙ্গীকার করেন।