Homeজেলারাণীনগরে প্রণোদনার সার-বীজ বিতরণ

রাণীনগরে প্রণোদনার সার-বীজ বিতরণ

নওগাঁর রাণীনগরে বিনামূল্যে প্রণোদনার সার-বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফসী আউশ, পাট ও গ্রীষ্মকালীন তিল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন- রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ১৫শ কৃষক আউশ প্রণোদনা হিসেবে প্রতিজন কৃষক আউশ বীজ ৫ কেজি, ডিএপি ও এমওপি সার ১০কেজি করে পাচ্ছেন। তিল চাষে ২০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া ৪০ জন কৃষক পাট চাষে প্রণোদনা হিসেবে বীজ ও সার পাচ্ছেন।

সর্বশেষ খবর