Homeজেলাযারা চাঁদাবাজি করে তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না, সৈয়দ ফয়জুল করিম

যারা চাঁদাবাজি করে তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না, সৈয়দ ফয়জুল করিম

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মদ সৈয়দ ফয়জুল করিম বলেছেন, ‘চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না। যারা চাঁদাবাজি করে, তাদেরকে আর ক্ষমতায় আনা যাবে না।’

শুক্রবার শেষ বিকালে রায়পুর উপজেলা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেন, ইউনূস সরকার নির্বাচনকালীন সময়ে প্রয়োজনীয় সংস্কার না করে যদি নির্বাচন আয়োজন করে, তবে সেটি হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন। প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতা আসবে। আগে তাই সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে। পরে হবে জাতীয় নির্বাচন।

তিনি বলেন, বিএনপি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পর্যন্ত বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলে না। আমাদের দরকার সৎ, ঈমানদার ও দেশপ্রেমিক নেতৃত্ব, যারা দেশের কল্যাণে কাজ করবে, জনগণের পাশে থাকবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন নেতৃত্ব গঠনে কাজ করে যাচ্ছে।

সম্মেলনে উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে থানা সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মাওলানা মহিউদ্দীন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোখলেছুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইউনুস খান শ্রমিক সহসভাপতি মাওলানা আবুল বাশার থানা জয়েন্ট সেক্রেটারি মাওলানা কাওসার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. মাঈনউদ্দিন চিশতিসহ থানা ও স্থানীয় নেতারা।

এ সময় বক্তারা বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে রাজনৈতিক কাঠামোতে নিরপেক্ষ সংস্কার আনতে হবে। নতুবা জাতি আরেকটি বিতর্কিত নির্বাচনের শিকার হবে।

সর্বশেষ খবর