Homeআন্তর্জাতিকরাফা দখলের ঘোষণা ইসরায়েলের

রাফা দখলের ঘোষণা ইসরায়েলের

ফিলিস্তিনের গাজা উপত্যকার সর্বদক্ষিণে অবস্থিত রাফা শহর দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে এ পদক্ষেপ মানবিক বিপর্যয়কে আরও গভীর করবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, “রাফায় হামলা অবশ্যম্ভাবী। হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।” তিনি আরও দাবি করেন, রাফা এখনো হামাসের অন্যতম ঘাঁটি এবং এখান থেকেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অন্যদিকে, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা রাফায় সম্ভাব্য অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কারণ, এই শহরেই বর্তমানে অন্তত ১০ লাখের বেশি গাজাবাসী আশ্রয় নিয়েছে, যাদের অধিকাংশই আগের সংঘাতে গৃহহীন হয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, রাফা দখলের চেষ্টা কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং তা গোটা গাজা সংকটের মোড় ঘুরিয়ে দিতে পারে। এতে একদিকে যেমন হামাসের প্রতিরোধ কমতে পারে, অন্যদিকে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা আরও বাড়বে।

এদিকে, মিশর সীমান্ত ঘেঁষা হওয়ায় রাফার গুরুত্ব কৌশলগতভাবেও অনেক। এই সীমান্ত দিয়েই গাজায় সামান্য ত্রাণ প্রবেশ করানো হচ্ছিল। সেখানে আক্রমণ হলে মানবিক সহায়তাও বন্ধ হয়ে যেতে পারে।

ইতিমধ্যেই রাফা সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনা মোতায়েন ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যেকোনো সময়।

সর্বশেষ খবর