Homeজাতীয়“ভোট নয়, গণতন্ত্র আসে সংগঠিত কমিউনিটি থেকে”  ফরহাদ মজহার

“ভোট নয়, গণতন্ত্র আসে সংগঠিত কমিউনিটি থেকে”  ফরহাদ মজহার

“গণতন্ত্র কেবল ভোটে আসে না, আসে সংগঠিত জনগণের মাধ্যমে”  এমনই মন্তব্য করলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর মিরপুরে শাহ আলী মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘গণমানুষের জাগ্রত জুলাই’ শীর্ষক আয়োজনে বক্তব্য রাখেন তিনি। আয়োজক ছিল জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর।

ফরহাদ মজহার বলেন, “শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। বরং, এতে এক শ্রেণির লুটেরা মাফিয়া রাষ্ট্রক্ষমতায় আসে। সত্যিকার গণতন্ত্রের জন্য চাই শক্তিশালী, সংগঠিত ও সচেতন কমিউনিটির উত্থান।”

তিনি আরও বলেন, “আমাদের সমাজে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল মানুষ একসাথে বসবাস করে। মাজারগুলো তার প্রতীক। এখানে মানুষের সংস্কৃতি চর্চা হয়, যেখানে ‘মানুষ’ই মুখ্য।”

রাষ্ট্র গঠনে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে ফরহাদ মজহার বলেন, “উপর থেকে চাপিয়ে দিয়ে রাষ্ট্র চলে না। জনগণের সিদ্ধান্তই হওয়া উচিত উন্নয়নের পথনির্দেশক।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মিত হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী জাদুঘর। যেখানে দর্শকরা যেন ইতিহাসের বেদনার ভেতর দিয়ে হাঁটেন— এমন অভিজ্ঞতা থাকবে।”

আয়োজনে আরও উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সদস্য তাবাসসুম আক্তার নিহা, মোশাররফ হোসেন, আহত আন্দোলনকর্মী মাহফুজুর রহমান ও আবুল বাসার সোহেল।

অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিচারণ, গ্রাফিতি প্রদর্শনী, বইমেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ভাবগান পরিবেশনা। সভাপতিত্ব করেন জুলাই কমিউনিটি অ্যালায়েন্সের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রোমেল।

সর্বশেষ খবর