Homeখেলালজ্জাজনক হারের পর দলকে কড়া বার্তা দিলেন চেন্নাই অধিনায়ক

লজ্জাজনক হারের পর দলকে কড়া বার্তা দিলেন চেন্নাই অধিনায়ক

আইপিএল এবং ভারতের অন্যতম সফল অধিনায়ককে দিয়েও ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারল না চেন্নাই সুপার কিংস। মাহেন্দ্র সিং ধোনি পুনরায় দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে হারল পাঁচবারের চ্যাম্পিয়নরা। এমন হারের পর দলের ক্রিকেটারদের উদ্দেশে বার্তা দিয়েছেন চেন্নাই অধিনায়ক।

রুতুরাজ গায়কোয়াড় ইনজুরিতে ছিটকে যাওয়ার পর পুনরায় ধোনির হাতে ওঠে চেন্নাইয়ের নেতৃত্ব। অনেকের ধারণা ছিল, এবার হয়তো ঘুরে দাঁড়াবে ফ্র্যাঞ্চাইজিটি। তবে ঘটল তার উল্টো। নিজেদের আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারল চেন্নাই।

লজ্জাজনক হারের পর দলের ক্রিকেটারদের প্রতি চেন্নাই অধিনায়কের বার্তা ছিল এমন, নিজেদের শক্তির জায়গায় ভরসা রাখতে হবে। অন্য কাউকে অনুকরণ করতে যাওয়ার দরকার নেই।

হারের পর সংবাদ সম্মেলনে ধোনি বলেন, ‘পরিবেশের কথা মাথায় রাখা সবার আগে দরকার। দু’-একটা ম্যাচে আমরা ভাল খেলেছি। কিন্তু নিজে যে শটটা খেলতে পারো, সেটার উপরে বিশ্বাস রাখলে ভাল। কোনো ব্যক্তি বা দলের দিকে তাকিয়ে সেটা অনুকরণ করতে যাওয়া উচিত নয়।’

ধোনি আরও বলেন, ‘আমাদের দলে দুজন ভাল ওপেনার রয়েছে। কিন্তু স্কোরবোর্ডের দিকে তাকিয়ে দ্রুততার সঙ্গে রান তোলার চেষ্টা না করাই ভালো। কয়েকটা বাউন্ডারি মারলে এমনিই রান বাড়তে থাকবে। যদি ৬০ রান তুলব এটা মাথায় রেখে নামি তাহলে মুশকিল। শুরুর দিকে পর পর উইকেট হারালে মিডল অর্ডারের কাজ কঠিন হয়ে যায়। তখন দ্রুত গতিতে রান তোলা যায় না।’

দলের দুরবস্থা যে সহজে পাল্টাবে না এটা স্বীকার করে নিয়েছেন ধোনি নিজেই। বলেছেন, ‘বেশ কয়েকটা ম্যাচ আমাদের পক্ষে গেল না। অনেক গভীরে গিয়ে বিষয়টা নিয়ে ভাবতে হবে। এই পিচে কাজটা কঠিন ছিল। কিন্তু সেটা সামলানো উচিত ছিল আমাদের। আজ তো সে রকম রানই তুলতে পারিনি। আমাদের ব্যাটিংয়ের সময় বল থেমে থেমে আসছিল। দ্বিতীয় ইনিংসেও তাই হয়েছে। বিপক্ষ দলে ভাল স্পিনার থাকলে খেলা কঠিন হয়ে যায়। তার উপর আমরা লম্বা জুটিও গড়তে পারিনি।’

গতকাল (১১ এপ্রিল) চেন্নাইয়ে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছে চেন্নাই। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে কেবল ১০৩ রান করে চেন্নাই। জবাব দিতে নেমে ১০ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কলকাতা।

সর্বশেষ খবর