Homeআন্তর্জাতিকমৃতের তালিকায় ৬ হাজার জীবিত অভিবাসী, নতুন কূটকৌশল যুক্তরাষ্ট্রের!

মৃতের তালিকায় ৬ হাজার জীবিত অভিবাসী, নতুন কূটকৌশল যুক্তরাষ্ট্রের!

অবৈধ অভিবসীদের নিজ দেশে বিতাড়নে নতুন এক কূটকৌশলে হাঁটছে ট্রাম্প প্রশাসন। এই কৌশল অনুযায়ী নির্দিষ্ট কিছু অভিবাসীর সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিষ্ক্রিয় করে সরকারি তথ্যভান্ডারে তাদের ‘মৃত’ ঘোষণা করা হচ্ছে, যাতে করে তারা আর কোনো আর্থিক সেবা বা সুবিধা না পান।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজার হাজার অভিবাসীর অস্থায়ী বৈধ অবস্থান বাতিল করতে আগ্রাসী হয়ে উঠে তার প্রশাসন। মূলত এই পদক্ষেপের ফলে তারাই ক্ষতিগ্রস্ত হবেন যারা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদকালে দেশটিতে আইনি বৈধতা পেয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়, অবৈধ অভিবাসীদের বিতাড়নে ট্রাম্প প্রশাসন এখন আরও কঠোর এক কৌশল নিয়েছে। আর তা হচ্ছে অভিবাসীদের ‘স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে’ চাপ দেয়ার জন্য তাদের বৈধভাবে প্রাপ্ত সোশ্যাল সিকিউরিটি নম্বর (এসএসএন) কার্যত বাতিল করা হচ্ছে।

দ্য নিউইয়র্ক টাইমসের হাতে আসা নথি ও সংশ্লিষ্ট ছয়জন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকারে উঠে এসেছে এই তথ্য।

এই পদক্ষেপের লক্ষ্য হলো ওই অভিবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ডের মতো গুরুত্বপূর্ণ আর্থিক পরিষেবা ও সরকারি সুবিধাগুলো পাওয়া থেকে বাইরে ঠেলে দেয়া।

এর ফলে এই ব্যক্তিরা আর এসএসএন ব্যবহার করতে পারবেন না। যুক্তরাষ্ট্রে পরিচয় নিশ্চিতকরণ, চাকরি, ব্যাংক লেনদেন, ট্যাক্স রিটার্ন এমনকি চিকিৎসা সেবা গ্রহণের জন্য এসএসএন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইডি।

নথি অনুযায়ী, চলতি সপ্তাহেই ৬ হাজার ৩০০ অভিবাসীর নাম ‘মৃতদের’ এই ডেটাবেসে যোগ করা হয়েছে। এর ফলে তারা সবাই সম্প্রতি তাদের বৈধ অবস্থান হারিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছে, অবৈধরা যাতে নিজে থেকেই যুক্তরাষ্ট্র ত্যাগে বাধ্য হয়- সে জন্য এই প্রক্রিয়ার বিকল্প ছিল না।

হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, সোশ্যাল সিকিউরিটি নম্বর বাতিলের প্রক্রিয়া প্রেসিডেন্ট টাম্পের অভিবাসন-নীতি বাস্তবায়িত করতে অবদান রাখবে। অবৈধ অভিবাসী তাড়ানোর মধ্য দিয়ে সামাজিক ও জাতীয় নিরাপত্তা সুরক্ষার পাশাপাশি সিটিজেনদের সার্বিক কল্যাণে আরও অধিক মনোযোগ দেয়া সম্ভব হবে।

সর্বশেষ খবর