লক্ষ্মীপুরে একই দিনে ঘটে গেছে দুটি চাঞ্চল্যকর সহিংস ঘটনা। একদিকে চাঁদাবাজির অভিযোগে রুবেল হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন, অন্যদিকে পাওনা টাকা চাওয়ায় নির্মমভাবে খুন হয়েছেন ইউছুফ হোসাইন নামে এক রংমিস্ত্রি।
শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার পূর্ব চৌপল্লী গ্রামে গুলিবিদ্ধ হন রুবেল হোসেন (৩০)। আহত অবস্থায় তাকে প্রথমে সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। রুবেল জানান, চৌপল্লী বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে পেছন থেকে গুলি করা হয়। তার দাবি, চাঁদাবাজ কদু আলমগীর তার কাছে ৫ লাখ টাকা দাবি করে আসছিল এবং হুমকি দিয়েছিল “না দিলে মেরে ফেলবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এর জের ধরেই এই হামলার ঘটনা ঘটতে পারে। পুলিশ ইতোমধ্যে আজাদ হোসেন বাবলু ও আলমগীর হোসেন রাব্বি নামে দুইজনকে আটক করেছে। চন্দ্রগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, মামলার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, পাওনা ৫ হাজার টাকার মধ্যে মাত্র ১ হাজার টাকা চাইতে গিয়ে প্রাণ দিতে হলো ইউছুফ হোসাইন (৩৫) নামের এক রংমিস্ত্রিকে। গত ৫ এপ্রিল সকালে রাজিবপুর এলাকায় বন্ধু ওমরের ডাকে সাড়া দিয়ে বাবুলের দোকানে গেলে হারুন নামের এক ব্যক্তি তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার সকালে ঢাকায় মারা যান ইউছুফ।
নিহতের স্ত্রী ও বোন জানিয়েছেন, ইউছুফ পূর্বপরিচিত হারুনের কাছে পাওনা টাকা চাইতে গিয়েছিলেন। এনিয়ে তাদের মধ্যে মোবাইলে তর্ক হয় এবং পরদিনই ঘটলো প্রাণঘাতী হামলা।
সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও মৌখিকভাবে ঘটনাটি জেনেছেন। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।