Homeজাতীয়চারুকলায় মুখোশধারীর আগুন: ফ্যাসিবাদের প্রতীকী মোটিফ পুড়ে ছাই

চারুকলায় মুখোশধারীর আগুন: ফ্যাসিবাদের প্রতীকী মোটিফ পুড়ে ছাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা প্রতীকী মোটিফে আগুন লাগানোর ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। মুখে কালো মাস্ক পরা এক ব্যক্তি গভীর রাতে এই নাশকতামূলক কাজ করেন বলে নিশ্চিত করেছেন অনুষদের কর্মকর্তারা।

শনিবার (১২ এপ্রিল) সকালে চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, পরনে জিন্স, মুখে কালো মাস্ক পরিহিত এক ব্যক্তি ঠান্ডা মাথায় মোটিফে আগুন লাগান। রাত আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে ঘটনাটি ঘটে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল বলেন, ‘আমাদের মোটিফটি ফ্যাসিবাদবিরোধী বার্তা বহন করছিল। সেই “ফ্যাসিস্টের মুখাকৃতি” ও সঙ্গে থাকা পায়রার অবয়বটিও সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এটি স্পষ্টভাবে উদ্দেশ্যপ্রণোদিত।’

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের একজন জানান, মোটিফ নির্মাণ প্রক্রিয়া প্রায় সম্পন্নের পথে ছিল এবং বাংলা নববর্ষের শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল এটি। “এটা নিছক দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, প্রশাসনের ভূমিকাও তদন্তের আওতায় আসা উচিত,” বলেন তিনি।

উল্লেখ্য, প্রতিবছর চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার জন্য বড় আকারের প্রতীকী মোটিফ নির্মাণ করা হয়, যা বর্ষবরণের অন্যতম আকর্ষণ। এবারের থিমে ছিল ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ’—আর সেই থিমকেই নিশানা বানানো হলো।

চারুকলার শিক্ষার্থীদের দাবি, শুধু ফুটেজ দেখেই থেমে গেলে হবে না—যারা এই ঘটনার পেছনে রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এখনো তদন্ত করছে, তবে ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়।

সর্বশেষ খবর