জামিন আবেদন নামঞ্জুর করে আরও ৭ দিনের পুলিশি হেফাজতে ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক নিরীহ বৃদ্ধকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত তিনি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার রায়ে জেল হতে পরিচালকের।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, গত রোববার (৬ এপ্রিল) ভারতের ঠাকুরপুকুর বাজার এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান পরিচালক সিদ্ধান্ত। এ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়।
জানা যায়, গত শনিবার (৫ এপ্রিল) নিজের পরিচালিত ধারাবাহিক ‘ভিডিও বৌমা’র সাফল্য উদ্যাপন করতে রাতভর পার্টি করেন ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস। সঙ্গী ছিলেন ধারাবাহিকের নায়ক আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋতুপর্ণা সেন, কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। পার্টি রোববার সকাল পর্যন্ত চলে। সেই সঙ্গে চলে মদ্যপানও। পার্টি শেষ হতেই মাতাল অবস্থায় স্টিয়ারিং ধরেন অভিযুক্ত। তার সঙ্গে গাড়িতে ছিলেন ঋতুপর্ণা, শ্রিয়াও।
ঠাকুরপুকুরে এমন দুর্ঘটনা ঘটানোর অপরাধে এ মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন ভিক্টো। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজন নিরীহ পথচারীকে হত্যার অভিযোগে তাকে আলিপুর আদালতে তোলা হলে অভিযুক্ত ভিক্টো বলেন, শর্টকাটে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রায়ই ঠাকুরপুকুর বাজারের ওই রাস্তায় গাড়ি চালাই। আগে ৬০-৮০বেগে গাড়ি চালিয়েছি, কোনো সমস্যা হয়নি। কিন্তু সেদিন এতবেশি নেশা করেছিলাম যে হুঁশই ছিল না। প্রতিদিনের অভ্যাসমতো ওই রাস্তাতেই গাড়ি চালাতে শুরু করি। নেশায় দুচোখের পাতা খুলতে পারছিলাম না। তাতেই দুর্ঘটনাটা ঘটে যায়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) আদালত এ দুর্ঘটনায় ভিক্টোকে আরও ৭ দিন পুলিশি হেফাজতে থাকার আদেশ দেন। এ হিসেবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত লালবাজার সেন্ট্রাল হেফাজতে থাকবেন পরিচালক। এরপর তাকে আদালতে আবারও পেশ করা হবে। মামলা চলমান থাকবে। আইনজীবীরা বলছেন, ভারতীয় আইন অনুযায়ী রায় হিসেবে ভিক্টোর জেল হেফাজত হতে পারে।