Homeজাতীয়আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা

আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা

ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে দেশে বিদ্যুৎ ঘাটতি বেড়ে যাওয়ায় লোডশেডিং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে ৮ এপ্রিল প্রথম ইউনিট এবং শুক্রবার দিবাগত রাতে দ্বিতীয় ইউনিট উৎপাদন বন্ধ করে দেয়। এর ফলে বর্তমানে কেন্দ্রটি থেকে কোনো বিদ্যুৎ আসছে না জাতীয় গ্রিডে।

এটি বন্ধ হওয়ায় দৈনিক সরবরাহে অন্তত ৭৫০ থেকে ১৪০০ মেগাওয়াট ঘাটতি তৈরি হয়েছে। যদিও শনিবার (১২ এপ্রিল) ছুটির দিন হওয়ায় বিদ্যুৎ চাহিদা কিছুটা কম ছিল—দুপুর ১টা পর্যন্ত চাহিদা ছিল ১৩,৫০০ মেগাওয়াট; আর ৩০০ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে।

পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রের সমস্যা সমাধানে কাজ করছে আদানি। একইসঙ্গে ঘাটতি মেটাতে পেট্রোবাংলার কাছে অতিরিক্ত গ্যাস চাওয়া হয়েছে এবং তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোকে সচল রাখা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে পিডিবি ও আদানির মধ্যে ২৫ বছরের বিদ্যুৎ ক্রয়চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২৩ সালের এপ্রিলে প্রথম ইউনিট এবং জুনে দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করে। তবে কয়লার দাম ও বকেয়া বিল নিয়ে আগেও বিতর্কের কারণে সরবরাহ বন্ধ হয়েছিল।

সর্বশেষ খবর