Homeখেলারাণীনগরে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাণীনগরে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

“এসো খেলা করি, মাদক থেকে দূরে থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে গত ১ জানুয়ারি থেকে এ টুর্ণামেন্ট শুরু হয়। টুর্ণামেন্টে ৮টি জেলার ১৬টি দল অংশগ্রহণ করে

ফাইনাল খেলায় পত্নীতলা ফুটবল একাদশ ১-০ গোলে মান্দা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলার দ্বিতীয়ার্ধে পত্নীতলা একাদশ দলের খেলোয়ার নাইমের করা এক গোলে পত্নীতলা দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ডিসকোভারী ১১০ সিসি মোটরসাইকেল পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। আর রানারআপ দলকে একটি ফ্রিজ পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে। প্রথম গোলদাতাকে ডি-আর্ট প্রেসের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়েন-উল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস। উদ্বোধক হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন। ফাইনাল টুর্ণামেন্ট উপলক্ষ্যে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর