Homeজেলাযশোরে ছাত্রীদের ঘরে সিসিটিভি ক্যামেরা! কওমি মাদ্রাসা বন্ধ ঘোষণা

যশোরে ছাত্রীদের ঘরে সিসিটিভি ক্যামেরা! কওমি মাদ্রাসা বন্ধ ঘোষণা

ছাত্রীদের শোবার ঘরে গোপনে বসানো সিসিটিভি ক্যামেরা চাঞ্চল্য সৃষ্টি করেছে যশোরের শার্শা উপজেলার এক কওমি মাদ্রাসায়। ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার পর প্রশাসনের হস্তক্ষেপে শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নেতৃবৃন্দ।

পুলিশ সূত্রে জানা গেছে, এক অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মাদ্রাসায় অভিযান চালানো হয়। অভিযানে ছাত্রীদের থাকার কক্ষে বসানো ১৬টি সিসিটিভি ক্যামেরা, মনিটর এবং সংযুক্ত ডিভাইস জব্দ করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, “ঘটনার সত্যতা পাওয়ার পর, আজকের মধ্যেই মাদ্রাসার ১০০ থেকে ১৫০ জন ছাত্রীকে পরিবারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

মাদ্রাসাটির পরিচালক মাওলানা তরিকুল ইসলাম তদন্ত কমিটির সামনে ক্যামেরা স্থাপনের বিষয়টি স্বীকার করেন এবং দুঃখ প্রকাশ করেন। তবে কী কারণে ছাত্রীর ঘরে এমন ক্যামেরা বসানো হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ঘোষণা দিয়েছে, দেশের কোনো নারী কওমি মাদ্রাসায় ভবিষ্যতে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা যাবে না।

সর্বশেষ খবর