জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে আয়োজনের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে তাগিদ দিয়েছেন, তার সঙ্গে একমত নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার দাবিতে অনড় রয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নির্বাচন আয়োজনের জন্য ডিসেম্বর থেকে জুনের মধ্যে সময় নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
এ প্রেক্ষিতে রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ গণমাধ্যমে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই। জুন পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাবকে আমরা সমর্থন করি না।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের কাছে পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি চলছে। জাতিকে আশ্বস্ত করার জন্য আমরা তাঁর কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা প্রত্যাশা করি।”
এর আগে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নির্বাচন কমিশনকে সংস্কার ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টা সময়সীমা দিয়েছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। তবে বক্তব্যটি নিয়ে বিভ্রান্তি দেখা দিলে তা সংশোধন করে পুনরায় জানানো হয়।
সালাহ উদ্দিন আহমদ বলেন, “এই অবস্থানে প্রধান উপদেষ্টা স্থির থাকলে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।”
তিনি জানান, আগামী ১৬ এপ্রিল বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে এবং সেখানেই তাদের চূড়ান্ত অবস্থান জানানো হবে। এ সময় তিনি গণতন্ত্রবিরোধী কোনো ষড়যন্ত্র যাতে সফল না হয় সে জন্য সময়মতো নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।