Homeবিনোদনপ্রেমিকা গৌরীর হাত ধরে ম্যাকাও উৎসবে আমির খান

প্রেমিকা গৌরীর হাত ধরে ম্যাকাও উৎসবে আমির খান

বলিউড তারকা আমির খান আবারও খবরের শিরোনামে, তবে এবার কোনো সিনেমার জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত জীবনের কারণে। শনিবার (১২ এপ্রিল) ম্যাকাও আন্তর্জাতিক কমেডি উৎসবে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে সঙ্গে নিয়ে হাজির হন এই অভিনেতা।

৬০ বছর বয়সী আমির খান জীবনের দুটি অধ্যায়—রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ ও বিচ্ছেদ—পেরিয়ে এসে এবার নতুন করে গৌরীর প্রেমে মজেছেন। চলতি বছর নিজের জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে প্রকাশ্যে আনেন আমির। পরিবার এবং প্রাক্তন স্ত্রীরাও তাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

উৎসবে আমিরকে দেখা যায় কালো পাঞ্জাবি ও কারুকাজ করা শাল পরিহিত অবস্থায়। চোখে কালো ফ্রেমের চশমা, যথারীতি মার্জিত ও নান্দনিক। অপরদিকে, গৌরীর পরনে ছিল আকাশি রঙের ফুলছাপ শিফন শাড়ি, যেন এক স্নিগ্ধ সৌন্দর্যের ছোঁয়া।

আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত ছিলেন চীনা অভিনেতা শেন টিং ও মা লি। উৎসবের মুহূর্তগুলোতে ক্যামেরার সামনে পোজ দিতে ও হালকা আলাপে ব্যস্ত দেখা যায় আমির ও গৌরীকে। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত ও হাস্যোজ্জ্বল ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভক্তদের কৌতূহল—এই সম্পর্ক কি এবার বিয়ের দিকে যাচ্ছে? মন্তব্য বক্সে অনেকেই শুভকামনা জানিয়েছেন এই যুগলকে।

প্রেম-সংসার-পর্দার বাইরের জীবনেও আমির খান যেন সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর গৌরীর হাত ধরে তার নতুন জীবনের এই অধ্যায়ও ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে শিরোনামে।

সর্বশেষ খবর