Homeইতিহাস ও ঐতিহ্যপহেলা বৈশাখে সাজ: ঐতিহ্য আর ট্রেন্ডের সমন্বয়ে নতুন বছরের অভ্যর্থনা

পহেলা বৈশাখে সাজ: ঐতিহ্য আর ট্রেন্ডের সমন্বয়ে নতুন বছরের অভ্যর্থনা

নতুন বছরের প্রথম দিন—পহেলা বৈশাখ। এদিন সকাল থেকেই শুরু হয় উৎসবের রঙে রাঙানোর পালা। চারপাশে ঢাকের বাজনা, মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশের আয়োজন আর হাসিমুখে সেজে উঠা মানুষ। এই দিনটির সাজ-পোশাকে থাকে বিশেষ আমেজ। তাই পহেলা বৈশাখে সাজ কেমন হওয়া উচিত, তা নিয়ে ভাবনা থাকাটাই স্বাভাবিক।

এ বছর বৈশাখী ফ্যাশনে এগিয়ে রয়েছে ঢিলেঢালা, আরামদায়ক অথচ স্টাইলিশ পোশাক। নারীদের জন্য সাদা-লাল শাড়ি বরাবরের মতো জনপ্রিয়, তবে এর বাইরে দেখা যাচ্ছে জামদানি, হাতের কাজের কাতান কিংবা ঢাকাইয়ের আধুনিক ফিউশন। তরুণীরা ঝুঁকছেন কুর্তি বা লং কামিজের দিকে, সঙ্গে পালাজ্জো বা স্কার্ট। ছেলেদের জন্য পাঞ্জাবি অপরিহার্য, তবে এখন রঙে এসেছে বৈচিত্র্য—আকাশী, হলুদ, টেরাকোটা কিংবা প্যাস্টেল টোনও জনপ্রিয়।

সাজের ক্ষেত্রে দিনের উজ্জ্বল আলো ও গরমের কথা মাথায় রেখে হালকা মেকআপই বুদ্ধিমানের কাজ। ফাউন্ডেশনের বদলে বিবি ক্রিম, ঠোঁটে হালকা লাল বা গোলাপি শেড, চোখে কাজল আর হাতে চুড়ির টুংটাং—এই-ই যথেষ্ট। চুলে খোঁপা বা খোলা চুলে ফুলের মালা যোগ করলে সাজ হবে সম্পূর্ণ।

তবে সব সাজ-পোশাকের মূল কথা একটাই—আরাম। কারণ, সারাদিন ধরে বাইরে অনুষ্ঠান, ঘোরাঘুরি ও ছবি তোলা চলবে। তাই কাপড় হোক সুতির বা হালকা সিল্কের, আর মেকআপ হোক নিখুঁতভাবে মিনিমাল।

পহেলা বৈশাখে সাজ কেবল বাহ্যিক রূপ নয়—এটা বাঙালিয়ানার প্রকাশ, মনের আনন্দের প্রতিফলন। তাই সাজুন নিজস্বতায়, থাকুন স্বতঃস্ফূর্ততায়, আর শুরু করুন বাংলা নতুন বছরকে প্রাণ খুলে বরণ করে।

সর্বশেষ খবর