Homeজাতীয়পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ শুধু একটি ক্যালেন্ডারের পালাবদল নয়, এটি বাঙালি সংস্কৃতির মহা-পুনর্মিলনের দিন। ধর্ম, বর্ণ কিংবা শ্রেণিভেদ না করে, এই দিনে সবাই একত্রিত হয় আনন্দ, ভালোবাসা আর নতুন আশার আলোয়।”

তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতিগত ঐক্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক। এটি সেই সময়, যখন আমরা পুরনো দুঃখ-বেদনা ঝেড়ে ফেলে নতুন বছরের অঙ্গীকার গ্রহণ করি।”

মুঘল সম্রাট আকবরের সময় থেকে বাংলা বর্ষপঞ্জির সূচনা এবং এর ফসলি হিসাব তুলে ধরে ড. ইউনূস বলেন, “এটি একটি ঐতিহাসিক ঐতিহ্য, যা ধর্মনিরপেক্ষ চেতনার অন্যতম দৃষ্টান্ত হয়ে উঠেছে।”

নববর্ষ ঘিরে সব ধরনের প্রস্তুতি ও আয়োজনে সাফল্য কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থান একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতার পথে এগিয়ে নিয়েছে। এখন সময় একসঙ্গে কাজ করে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জাতি গঠনের।”

তিনি দেশবাসীকে আহ্বান জানান, “নতুন বছর হোক নতুন আশার আলোয় উদ্ভাসিত। আসুন আমরা এই পহেলা বৈশাখে সাম্য, ভ্রাতৃত্ব ও ঐক্যের চেতনায় দেশ গঠনে নতুন করে প্রত্যয় গ্রহণ করি।”

নববর্ষ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি চলছে। রাষ্ট্রীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দিনটি উদযাপনের নানা উদ্যোগ নিয়েছে।

সর্বশেষ খবর