Homeজেলাচট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, অনুষ্ঠান বাতিল

চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, অনুষ্ঠান বাতিল

চট্টগ্রামের ডিসি হিলে আয়োজিত পয়লা বৈশাখ উদ্‌যাপন অনুষ্ঠানের মঞ্চে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানস্থলে প্রায় ২০-২২ জন এসে মঞ্চের ডেকোরেশন ছিঁড়ে ফেলে এবং চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে দেয়।

তবে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “হামলা বলতে শুধু ব্যানার খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।”

তিনি জানান, “৭টি সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠান আয়োজন করেছিল। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) মৌখিকভাবে আপত্তি জানালেও কোনো লিখিত অভিযোগ দেয়নি। তাদের দাবি ছিল— কিছু নির্দিষ্ট ব্যক্তি যেন অনুষ্ঠানে না থাকেন। পরে তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেয়, ‘স্বৈরাচারের দোসরদের’ অনুষ্ঠান করতে দেবে না।”

সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু জানান, “সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ‘স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার’ স্লোগান দিতে দিতে মঞ্চে এসে পড়ে। একপর্যায়ে মঞ্চের পেছনের কাপড় ছিঁড়ে ফেলে এবং সাজসজ্জা নষ্ট করে। পুলিশ আসলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।”

তিনি আরও জানান, “এই পরিস্থিতিতে আগামীকাল অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়। আমরা অনুষ্ঠান বাতিল করেছি।”

সর্বশেষ খবর