ঝিনাইদহ পৌরসভাধীন হামদহ এলাকায় কুকুরে কামড়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রোববার (১৩ এপ্রিল) সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত ২৫ জনকে আক্রমণ করেছে। তার মধ্যে ১৫ জন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী আসাদ মোল্লাহ জানান, সকাল থেকেই বেশ কয়েকটি কুকুর দলবেঁধে ঘোরাফেরা করা অবস্থায় সামনে যাকেই পাচ্ছে তাকেই কামড়ানোর উদ্দেশে তাড়া করছে। বেশ কয়েকজন নারী-পুরুষ কুকুরের কামড়ও খেয়েছে। আমাকেও তাড়া করে একটি কুকুর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে কুকুরটি পালিয়ে যায়। সে সময় আহত অবস্থায় এলাকাবাসী আমাকে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাপস কুমার বলেন, আমরা আজ সারাদিনে অন্তত ১৫জন কুকুরে কামড়ানো রোগী পেয়েছি। তাদের মধ্যে আছাদ মোল্লা নামে একজন গুরুতর অসুস্থ থাকায় তাকে হাসপাতালে রেখে বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। শিশুসহ অন্যরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। যদিও বের হচ্ছেন তবে সঙ্গে নিচ্ছেন লাঠি। এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।