Homeজাতীয়বৈশাখী শোভাযাত্রায় বিদেশিদের উচ্ছ্বাস, সংস্কৃতির অনন্য অভিজ্ঞতা

বৈশাখী শোভাযাত্রায় বিদেশিদের উচ্ছ্বাস, সংস্কৃতির অনন্য অভিজ্ঞতা

পহেলা বৈশাখ মানেই রঙ, আনন্দ আর প্রাণের উৎসব। সেই উৎসব এবার ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিসরেও। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে এবার বাংলা নববর্ষের আনন্দে মেতে উঠেছেন নানা দেশের পর্যটক ও বিদেশি শিক্ষার্থীরাও।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকার চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। মুখোশ, আলপনা আর লাল-সাদা রঙের ঢেউয়ে ঢেকে যায় চারপাশ। তবে এবার ব্যতিক্রম এক দৃশ্য নজরে পড়ে—শোভাযাত্রায় নেচে-গেয়ে যোগ দেন জাপান, ফ্রান্স, রাশিয়া, জার্মানি প্রভৃতি দেশের অতিথিরা।

তাদের কেউ বাঙালির ঐতিহ্য মেনে শাড়ি-পাঞ্জাবিতে সেজেছেন, কেউবা গলায় বাঁশি ঝুলিয়ে তাতে সুর তুলেছেন। শুধু অংশগ্রহণ নয়, তারা জানাচ্ছেন নিজেদের মুগ্ধতা আর আবেগ।

রাশিয়ান এক পর্যটক বলেন, “এটা আমার জীবনের সেরা কালচারাল এক্সপেরিয়েন্স। সবকিছু এত প্রাণবন্ত! শুভ নববর্ষ।”

একজন ইউরোপীয় নাগরিক জানান, “এই উৎসবের আনন্দ, মানুষের মুখের হাসি আর সংস্কৃতির রঙিন অভিব্যক্তি দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।”

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, এবারের শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং আন্তর্জাতিক অতিথিরা অংশ নিয়েছেন। ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফের মাধ্যমে সাজানো হয়েছে পুরো শোভাযাত্রার কাঠামো।

নিরাপত্তা ব্যবস্থা ছিল নজিরবিহীন। র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানান, সারাদেশে উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ঠেকাতে সাইবার নজরদারিও বাড়ানো হয়েছে।

বৈশাখী উৎসবে এমন বৈচিত্র্যপূর্ণ আন্তর্জাতিক অংশগ্রহণ যেন বাঙালির ঐতিহ্যকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিলো।

সর্বশেষ খবর