Homeজেলারাণীনগরে বর্ষবরণ শোভাযাত্রায় মুখর ছিল নগরজীবন

রাণীনগরে বর্ষবরণ শোভাযাত্রায় মুখর ছিল নগরজীবন

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নওগাঁর রাণীনগরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে শুরু হয় শোভাযাত্রাটি, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নানা শ্রেণিপেশার মানুষ। রঙিন পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের মুখে ছিল হাসি, হাতে ছিল বাংলা নববর্ষের শুভেচ্ছা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার।

শোভাযাত্রাটি যেন এক বৈচিত্র্যময় সংস্কৃতির বহিঃপ্রকাশ। বাদ্যযন্ত্রের তালে তালে হাঁটা এই বহরটি পুরো শহর জুড়ে নববর্ষের আমেজ ছড়িয়ে দেয়। উপস্থিত সবাই যেন মেতে ওঠেন এক আনন্দঘন উৎসবে।

পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। মেলার অন্যতম আকর্ষণ ছিল গ্রামীণ ঐতিহ্যের প্রতীক লাঠিখেলা। স্থানীয় লাঠিখেলোয়াড়দের এই চমকপ্রদ পরিবেশনায় দর্শনার্থীরা বিমুগ্ধ হয়ে ওঠেন। পাশাপাশি হয় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পরিবেশিত হয় লোকসংগীত, বৈশাখী নৃত্য ও আবৃত্তি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন, *“এই ধরনের উৎসব আয়োজনের মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি। বর্ষবরণ কেবল একটি উৎসব নয়, এটি আমাদের সাংস্কৃতিক আত্মপরিচয়ের উৎস।”*

অনুষ্ঠানজুড়ে ছিল নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলার নজরদারি। উৎসবমুখর পরিবেশে, সকলের অংশগ্রহণে রাণীনগরে বাংলা নববর্ষের আয়োজন হয়ে উঠেছিল এক ঐক্যবদ্ধ সাংস্কৃতিক মিলনমেলা।

সর্বশেষ খবর