বাংলা নববর্ষ ১৪৩২ সনকে বরণ করে নিতে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় আয়োজন করা হয় উৎসবমুখর বর্ষবরণ অনুষ্ঠান। সোমবার সকালে জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে রঙিন শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী বর্ষবরণ কার্যক্রম।
উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-০১ (জুড়ী-বড়লেখা) আসনের বিএনপি মনোনীত সাবেক প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি বলেন, “বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক-বাহক এই নববর্ষ উৎসব, যা আমাদের জাতীয় ঐক্যকে শক্তিশালী করে।”
বিশেষ অতিথির বক্তব্যে জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, “উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা সকলকে মুগ্ধ করে।
জুড়ীর পহেলা বৈশাখ উদযাপন ছিল ঐক্য, আনন্দ আর সংস্কৃতির মিলনমেলা। সকলের অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতিতে নববর্ষের এই দিনটি হয়ে ওঠে স্মরণীয় ও বর্ণিল।