নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. জেসমিন আক্তারের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ধামইরহাটের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উৎসবমুখর এই শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনছুর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হাকিম, বনবিট অফিসার আনিসুর রহমান, তথ্যসেবা অফিসার ইসকিতা আফরিন এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মালেকসহ আরও অনেকে।
শোভাযাত্রা শেষে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে অনুষ্ঠিত হয় লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোছাঃ জেসমিন আক্তার বলেন, “লোকজ সংস্কৃতি আমাদের শেকড়ের অংশ। এসব আয়োজন আমাদের নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে।”
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফা কামাল জিন্না চৌধুরী। গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে শিল্পীরা বাংলা সংস্কৃতির রঙিন বৈচিত্র্য তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে তিনটি ক্যাটাগরিতে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন ইউএনও। স্থানীয়দের অংশগ্রহণে ও উদ্দীপনায় এবারের বৈশাখী আয়োজন প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী রূপে রঙিন হয়ে ওঠে।