বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’।
সোমবার (১৪ এপ্রিল) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান ও কাওয়ালি গানে মেতে ওঠে শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের নির্বাহী পরিচালক মো. জাকারিয়া হোসাইন এবং পরিচালক মো. ওয়েজকুরুনী সহ সংগঠনের শিল্পী ও সাধারণ শিক্ষার্থীরা।
ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের নির্বাহী পরিচালক মো. জাকারিয়া হোসাইন বলেন “পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অংশ। অন্য ক্যাম্পাসের ন্যায় আমাদের ক্যাম্পাসেও পহেলা বৈশাখের আমেজ তৈরির ক্ষুদ্র প্রয়াস। ঈদুল ফিতরের দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের মাঝে বেশ উদ্দীপনা দেখা যাচ্ছে। এখানে যে অনুষ্ঠান দেখছেন সেটা দর্শকদের আনন্দিত করছে। আগামী ৩রা বৈশাখে প্রশাসন কেন্দ্রীয়ভাবে যে নববর্ষ পালিত হবে সেখানে আপনারা সাদরে আমন্ত্রিত।”