Homeজেলাপঞ্চগড়ের লক্ষ্মীদ্বারে বর্ষবরণে আলোর দিশারীর বর্ণাঢ্য শোভাযাত্রা

পঞ্চগড়ের লক্ষ্মীদ্বারে বর্ষবরণে আলোর দিশারীর বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার লক্ষ্মীদ্বার গ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক শোভাযাত্রা। শুক্রবার সকালে আলোর দিশারী জনকল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই আনন্দঘন আয়োজনে মেতে উঠেছিল পুরো গ্রাম। কালিতলা বাজার থেকে শুরু হয়ে সাতখামার পর্যন্ত এই শোভাযাত্রা চলে দুপুর পর্যন্ত।

গ্রামীণ জনপদে এমন আয়োজনে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ—সবাই মিলে এই আয়োজনে অংশ নেন। শোভাযাত্রায় অংশ নেয় লক্ষীদ্বার উচ্চ বিদ্যালয়, কালিতলা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, সাতখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষীদ্বার শিশু নিকেতনের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক।

আয়োজক সংগঠনের সভাপতি বাবলুর রশিদ বাবলু বলেন, “বর্তমান প্রজন্মকে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তাহলেই তারা আদর্শ মানুষ হয়ে উঠবে।”

এ আয়োজন প্রসঙ্গে কালিতলা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জোহা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন জুয়েল বলেন, “এই ধরনের আয়োজন শিশুদের মনন ও মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

লক্ষীদ্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুশাররফ হোসেন জানান, “শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা সমাজের প্রতি আরও দায়িত্বশীল হয়ে উঠবে।”

দীর্ঘ সময় পর গ্রামে এমন আয়োজনে সাধারণ মানুষ যেন একসাথে মিলেমিশে বাঙালিয়ানার এক চিরচেনা আবহে ফিরে যায়। সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক বন্ধনের এক অনন্য নজির হয়ে থাকবে এই শোভাযাত্রা। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ খবর