Homeজেলাচন্দনাইশ সমিতি-চট্টগ্রাম আয়োজিত চক্ষু শিবিরে ছানি অপারেশন সম্পন্ন

চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম আয়োজিত চক্ষু শিবিরে ছানি অপারেশন সম্পন্ন

চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের আয়োজনে এবং জাহানারা মোনাফ ফাউন্ডেশন (JMG) ও শেভরন আই হসপিটালের যৌথ সহযোগিতায় ‘চক্ষু শিবির ২০২৫’-এর অধীনে প্রথম ধাপে ছানি অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার নগরীর পাঁচলাইশ শেভরন আই হসপিটালে আয়োজিত এই চক্ষু শিবিরে বাছাইকৃত ২২৫ জন রোগীর মধ্য থেকে প্রথম পর্যায়ে ১১০ জনের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়।

সোমবার উক্ত ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি চক্ষু চিকিৎসা ও অপারেশন কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ধাপে ধাপে বাকি রোগীদেরও ছানি অপারেশন সম্পন্ন করা হবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের চোখের আলো ফিরিয়ে দিতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এই উদ্যোগে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটি সফল চিকিৎসা ক্যাম্প আয়োজন করায় স্থানীয়রা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

সর্বশেষ খবর