চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় ধরনের হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। আর্সেনালের কাছে তারা বিধ্বস্ত হয়েছে ৩-০ গোলে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে দ্বিতীয় লেগে নিজেদের মাঠে প্রত্যাবর্তনের গল্প লিখতে হবে লস ব্লাঙ্কোসদের। তবে এখান থেকে ঘুরে দাঁড়ানো কী সম্ভব? রিয়াল কোচ আনচেলত্তি অবশ্য ঘুরে দাঁড়ানোর স্বপ্নই দেখছেন। এদিকে দ্বিতীয় লেগে মাঠে নামার আগে আর্সেনালকে সতর্ক করে দিলেন ক্লাবটির সাবেক ফুটবলার মার্সেলো।
দ্বিতীয় লেগের খেলায় সান্তিয়াগো বের্নাব্যুতে বুধবার (১৬ এপ্রিল) আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তারা ফিরবে, কামব্যাক করবে, প্রত্যাবর্তানের এক নতুন গল্প লিখবে বের্নাব্যুতে, এমন স্বপ্নে বিভোর রিয়াল। তবে বাস্তবতা যে অনেক কঠিন, আর্সেনালের কাছে তারা ৩-০ গোলের বড় ব্যবধানে পিছিয়ে থেকেই মাঠে নামবে। এখান থেকে কামব্যাক করা এতটাও সহজ ব্যাপার নয়।
রিয়াল মাদ্রিদের অনেক সাফল্যের স্বাক্ষী ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলো। এখন তিনি ক্লাবে নেই, তবে তার সাবেক ক্লাবের প্রতি ভালোবাসাটা এক বিন্দুও কমেনি। তার বিশ্বাস, আর্সেনালের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে রিয়াল মাদ্রিদ।
৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সেমি-ফাইনালে অবশ্য এক পা দিয়ে রেখেছে আর্সেনাল। তবে মার্সেলো মনে করিয়ে দিলেন, এটা রিয়াল মাদ্রিদ, যারা কখনোই শেষের আগে শেষ নয়।
রিয়াল মাদ্রিদ লেজেন্ডস ও বার্সেলোনা লেজেন্ডসের ম্যাচের জন্য মেক্সিকোতে গিয়েছিলেন মার্সেলো। সেখানে গিয়ে ইসপিএনকে তিনি বলেন, উত্তরসূরীদের ওপর শতভাগ বিশ্বাস আছে তার।
মার্সেলো বলেছেন, ‘রিয়াল মাদ্রিদকে কখনোই হিসাবের বাইরে রাখা যায় না। যদিও ৩ গোল অনেক গোল, কিন্তু আমি সবসময় রিয়াল মাদ্রিদকে নিয়ে ভাবি এবং আমার বিশ্বাস যে তারা ফিরবে। রিয়াল মাদ্রিদ ইজ রিয়াল মাদ্রিদ, তারা সবসময় ঘুরে দাঁড়ায়।’
মার্সেলো আরও বলেছেন, ‘ফিরতি লেগ বের্নাব্যুতে, সমর্থকেরা প্রেরণা জোগাবে এবং খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী যে তারা পারবে। অবশ্যই আমরা জানি না কি ঘটতে পারে, তবে আমাদের পূর্ণ বিশ্বাস আছে এবং রিয়াল মাদ্রিদ ফিরে আসবে।’
‘আমি মনে করি, যে মুহূর্ত থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছি, আমাদের শোনানো হয়েছে যে কখনোই হাল ছেড়ো না, এবং এটা সবসময় আমাদের রক্তে ছিলো। অনেক বছর ধরে এটা এমনই। এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, নম্রতা, প্রতিদিনের নিষ্ঠা এবং ভক্তদের সমর্থন। সবকিছু মিলিয়ে প্রক্রিয়াটা কার্যকর।’
মেক্সিকোতে বার্সেলোনার সাবেকদের বিপক্ষে ম্যাচটিতে গোল করেছেন মার্সেলো। ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় ২-২ গোলের সমতায়। পরে টাইব্রেকারে বার্সেলোনার সাবেকদের ৮-৭ গোলে হারায় রিয়ালের সাবেকরা।