Homeজেলাশেরপুরে কলেজ সভাপতি পদে পুনর্বহাল ও অধ্যক্ষের অপসারণের দাবি বিএনপির

শেরপুরে কলেজ সভাপতি পদে পুনর্বহাল ও অধ্যক্ষের অপসারণের দাবি বিএনপির

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুকে অপসারণ করায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা বিএনপি। তারা তাকে আবারও সভাপতি হিসেবে পুনর্বহাল এবং কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামানকে অপসারণের দাবি জানিয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার। বক্তব্য দেন সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, মোস্তাফিজার রহমান নিলু, মাহবুবার রহমান, মামনুর রশিদ আপেল, মোয়াজ্জেম হোসেনসহ বিএনপির অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, শহিদুল ইসলাম বাবলু ২০০৪ সাল পর্যন্ত ছোনকা রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ একুশ বছর পর ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে নিয়মিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত করে। কিন্তু তিনি কলেজের আয়-ব্যয়ের হিসাব চাইলে, অধ্যক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরপর ১৩ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে অপসারণ করে।

বক্তারা অভিযোগ করেন, অপসারণের আগে তাকে কোনো কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়নি। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। এটি অন্যায় এবং ন্যায়বিচারের পরিপন্থী।

অনুষ্ঠানে আরও বলা হয়, অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান কলেজে দুর্নীতি করছেন। তিনি তার অনিয়ম ঢাকতেই সভাপতিকে সরিয়েছেন।

বক্তারা দ্রুত ভিপি শহিদুল ইসলাম বাবলুকে সভাপতি পদে পুনর্বহাল এবং অধ্যক্ষকে অপসারণের দাবি জানান। তা না হলে আন্দোলনের ঘোষণা দেন তারা।

সর্বশেষ খবর