Homeআন্তর্জাতিকএবার নিজেই গাজায় গিয়ে হামলার হুমকি দিলেন নেতানিয়াহু!

এবার নিজেই গাজায় গিয়ে হামলার হুমকি দিলেন নেতানিয়াহু!

অব্যাহত আগ্রাসনের মধ্যেই গাজা সিটির উত্তরাঞ্চলে বিরল সফর করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামরিক সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে হামাসের উদ্দেশে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বলেছেন, জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে হামলা আরও জোরদার করা হবে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) গাজায় ইসরাইলি হামলায় হতাহত হন বেশ কয়েকজন। আগ্রাসন চলে খান ইউনিসেও। সেখানেও ঘটে প্রাণহানির ঘটনা। অভিযান চলে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমে। এসময় দুজনকে আটক করে দখলদাররা।

এমন আগ্রাসনের মাঝেই গাজা সিটির উত্তরাঞ্চল সফর করেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। সফরে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বলেন, জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে হামলা অব্যাহত থাকবে। পাশাপাশি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আরও কোণঠাসা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

একইদিন হামাসের সামরিক শাখা জানায়, ইসরাইলি-আমেরিকান এক জিম্মিকে পাহারা দেয়া দলের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। স্থান উল্লেখ না করলেও সংগঠনটির অভিযোগ, এডান আলেকজান্ডার নামের জিম্মিকে আটকে রাখার স্থানে হামলা করেছে ইসরাইল।

এদিকে, গাজায় ইসরাইলি হামলা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির নিন্দা জানিয়েছে মিশর ও কুয়েত। যৌথ বিবৃতিতে দেশ দুটির সরকার প্রধানরা বলেছেন, ফিলিস্তিনিদের বিতাড়িত করার যেকোনো পরিকল্পনা সরাসরি প্রত্যাখান করা হবে। সতর্ক করে তারা বলেন, এসব কর্মকাণ্ড সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে যা অঞ্চলটির নিরাপত্তা, স্থিতিশীলতার ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনবে।

তবে মধ্যস্থতাকারীদের স্থিতিশীলতার আহ্বানের মধ্যেই ইসরাইলে বিপুল পরিমাণ গোলাবারুদ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের একটি সংবাদমাধ্যমের দাবি, গাজায় আরও আক্রমণের প্রস্তুতি এবং আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য এই গোলাবারুদ পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর