Homeআন্তর্জাতিকগাজা ফিলিস্তিনিদের ‘গণকবরে’ পরিণত হয়েছে: দাতব্য সংস্থা

গাজা ফিলিস্তিনিদের ‘গণকবরে’ পরিণত হয়েছে: দাতব্য সংস্থা

গাজা ফিলিস্তিনিদের এবং তাদের যারা তাদের সাহায্য করার চেষ্টা করছে তাদের জন্য একটি ‘গণকবরে’পরিণত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) এমন মন্তব্য করেছে চিকিৎসা দাতব্য সংস্থা এমএসএফ। এদিকে ইসরাইলের হামলায় গাজায় আরও ১৩ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, ইসরাইলি বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। যার মধ্যে গাজার সুপরিচিত লেখিকা এবং আলোকচিত্রী ফাতেমা হাসৌনাও রয়েছেন। ফাতেমা ইসরাইলের হামলায় ফিলিস্তিনিদের দুর্দশা এবং তাদের সংগ্রামের চিত্র তুলে ধরেন।

অন্যদিকে গাজার উত্তরে আরেকটি বাড়িতে হামলায় তিনজন নিহত হন।

এদিকে দক্ষিণ গাজার রাফায় ঘরবাড়িতে হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে বলেও জানানো হয়।

দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরের বাসিন্দারা জানান, ইসরাইলি সেনাবাহিনী গত কয়েকদিনে ব্যাপক হামলা চালিয়ে ঘরবাড়ি ধ্বংস করেছে যা এখন তাদের নিয়ন্ত্রণে এসেছে।

এর মধ্য দিয়ে গাজায় নিরাপত্তা অঞ্চল বাড়ানো হচ্ছে বলে জানায় ইসরাইল। অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয়ার জন্য হামাসের উপর আরও চাপ বাড়াতে এ পদক্ষেপ বলেও জানান ইসরাইলের নেতারা।

এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, গাজায় মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্সের জরুরি সমন্বয়কারী আমান্ডে বাজেরোল এক বিবৃতিতে বলেছেন, ‘গাজা ফিলিস্তিনিদের এবং তাদের সাহায্য করতে আসা ব্যক্তিদের গণকবরে পরিণত হয়েছে। আমরা গাজা ধ্বংস এবং জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি প্রত্যক্ষ করছি।’

যুদ্ধবিরতির প্রথম পর্যায় ভেঙে গত ১৮ মার্চ থেকে গাজায় পুনরায় হামলা জোরদার করেছে ইসরাইল।

সর্বশেষ খবর