Homeখেলাআগস্টেই রিয়ালের ডাগআউটে দেখা যাবে আলোনসোকে!

আগস্টেই রিয়ালের ডাগআউটে দেখা যাবে আলোনসোকে!

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে যাচ্ছেন বায়ার লেভারকুসেন কোচ জাবি আলোনসো। আগামী বছরের জুন পর্যন্ত জার্মান ক্লাবটার সঙ্গে চুক্তি থাকলেও আগস্টেই রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। এমন খবর প্রকাশ করেছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। আগামী ৩ বছরের জন্য রিয়ালের ডাগআউট সামলানোর দায়িত্ব নিতে যাচ্ছেন বলেই নাকি দু’পক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এদিকে, স্প্যানিশ ক্লাবটার দুর্দশা ঘোচাতে দলটাকে ঢেলে সাজানোর পরিকল্পনা আলোনসোর।

কার্লো আনচেলত্তির পর রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেবেন কে? লস ব্ল্যাঙ্কোসের দায়িত্ব নেয়ার দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন বায়ার লেভারকুসেনের জাদুকরী কোচ ও সাবেক রিয়াল তারকা আলোনসো। বিষয়টা এক প্রকার ঘরের ছেলে ঘরে ফেরার মতো। পুরনো সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে অপেক্ষা ছিল শুধু দু’পক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের। এবার নাকি চূড়ান্ত হয়েছে সেই সিদ্ধান্ত।

ইউরোপিয়ান গণমাধ্যমে জোর গুঞ্জন, আসন্ন ক্লাব বিশ্বকাপেই নাকি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে আলোনসোকে প্রস্তাব দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। তনে, সে প্রস্তাবে রাজি হননি তিনি। বরং আগস্টে অর্থাৎ ২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেবেন বলেই ক্লাবের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন আলোনসো। চুক্তির মেয়াদ হতে পারে তিন বছর। ক্লাব বিশ্বকাপে অন্তর্বতীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন সান্তিয়াগো সোলারি। আর লেভারকুসেনের হয়ে আগামী ১৭ মে শেষবারের মতো ডাগআউট সামলাবেন বলেই নাকি জানিয়েছেন সাবেক এই রিয়াল তারকা।

তবে, বায়ার লেভারকুসেনের জাদুকরী এই কোচ দায়িত্ব নেয়ার আগেই জানিয়েছেন, দলটাকে ঢেলে সাজাতে চান তিনি। শেষ বেশকিছু দিন রিয়ালের ভঙ্গুর অবস্থার জন্য দলের ভারসাম্যহীনতাকেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তাই, ধারণা করাই যাচ্ছে দলকে ঢেলে সাজাতে বেশ কিছু ফুটবলার দলে ভেড়াতে চান আলোনসো। ইতোমধ্যেই সে বিষয়ে ক্লাব কর্তৃপক্ষে জানিয়েও দিয়েছেন আলোনসো। মাঝমাঠের শক্তি বাড়াতেই মনযোগী তিনি। সেক্ষেত্রে বুন্দেসলিগা থেকে ফ্লোরিয়ান উইর্টজ ও মার্তিন জুবিমেন্দিকে ভাবনায় রেখেছেন তিনি।

এছাড়াও, লিভারপুল থেকে অ্যালেকজান্ডার আর্নল্ডকে দলে নেয়ার পরিকল্পনা। কেননা, আর্নল্ড মূলত রাইটব্যাকে খেললেও মিডফিল্ডেও বেশ দক্ষ তিনি। পরিকল্পনায় আছেন বোর্নমাউথের ডিন হুসাইনও।

এদিকে, লা লিগায় শেষ ম্যাচটাতেই কোচ কার্লো আ নচেলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের যাত্রা শেষ হতে যাচ্ছে। ইউরোপিয়ান গণমাধ্যমের জোর গুঞ্জন, মাদ্রিদিস্তাদের সঙ্গে সম্পর্ক শেষে ডন কার্লোর নতুন ঠিকানা চূড়ান্ত হয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ডাগআউট।

সর্বশেষ খবর