Homeজেলাস্মারকলিপি দিলেন চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ

স্মারকলিপি দিলেন চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ

বিচারপ্রার্থীর কল্যাণে ‘চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ’ স্থাপনের দাবিতে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ।

১২ মে সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি ও সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি বরাবরে এ স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

অপরদিকে, চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এড. এ এস এম বদরুল আনোয়ার, সেক্রেটারি এড. কাশেম কামাল, প্রধান সমন্বয়কারী এড. বদরুল হুদা মামুন।

এছাড়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক এড. জাহিদ (বীরু), সাবেক সাধারন সম্পাদক এড. জিয়া উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি এড. এনামুল হক, পরিষদের সমন্বয়ক এড. কাজী আশরাফুল হক আনসারী প্রমুখ।

সর্বশেষ খবর