Homeখেলাব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি কত আয় করবেন?

ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি কত আয় করবেন?

বিশ্বকাপের সবচেয়ে সফল দলটা গত ২৪ বছর ধরে বিশ্বআসরে ব্যর্থ। সাম্প্রতিককালে তো জিততেই ভুলে গেছে। আগামী বছর যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় বিশ্বকাপের আসর, অথচ বাছাই পর্বে ধুঁকছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ ম্যাচে তো নাস্তানাবুদ হয়েছে। বাধ্য হয়ে ব্রাজিল এমন পথে হেঁটেছে, যা একসময় তারা স্বপ্নেও ভাবেনি। প্রথমবারের মতো বিদেশি কোচের শরণাপন্ন হয়েছে সেলেসাওরা। পরম আকাঙ্ক্ষিত ‘হেক্সা’ এনে দিতে সর্বকালের অন্যতম সেরা কোচ কার্লো আনচেলত্তিকে হেডকোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) গতকাল সোমবার (১২ মে) আনুষ্ঠানিকভাবে আনচেলত্তির নাম ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে ঘোষণা করেছে। অনেক নাটকীয়তার শেষে অবশেষে এই ইতালিয়ান কিংবদন্তি কোচকে ব্রাজিলে ভেড়াতে পেরেছে তারা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগায় রিয়ালের শেষ ম্যাচের পর আগামী ২৬ মে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন ৬৫ বছর বয়সী আনচেলত্তি। জুনে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে কোচ হিসেবে ডাগআউটে দায়িত্ব পালন শুরু করবেনে এই ইতালিয়ান।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোএস্পোর্তে জানিয়েছে, প্রাথমিকভাবে ১৪ মাসের জন্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। তবে চাইলে বিশ্বকাপের পর এই চুক্তির মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকছে।

এই চুক্তিতে আনচেলত্তির বেতনের আনুষ্ঠানিক অঙ্কটা প্রকাশ করেনি সিবিএফ। অবে এল পাইস এবং দিয়ারিও এএসের মতো আউটলেট জানিয়েছে, এই কিংবদন্তি কোচ প্রতি মৌসুমে ১০ মিলিয়ন ইউরোর কাছাকাছি (১৩৪ কোটি ৬২ লাখ টাকা) বা সপ্তাহপ্রতি ১৭৭,৫০০ ইউরো আয় করবেন। যা ব্রাজিলের ডাগআউটে তার পূর্বসূরি দরিভাল জুনিয়র বা তিতের চেয়ে দ্বিগুণের বেশি।

তবে আনচেলত্তির সামনে বড় অঙ্কের বোনাসের হাতছানিও আছে। যদি তিনি আগামী বিশ্বকাপে ব্রাজিলকে তাদের কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ এনে দিতে পারেন, তবে বোনাস হিসেবে আরও ৫ মিলিয়ন ইউরো (৬৭ কোটি ৩১ লাখ টাকা) পাবেন।

আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়ে খুশি সিবিএফ। সংস্থাটির সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ বলেন, ‘শুধুমার কৌশলগত কারণেই কার্লোকে (আনচেলত্তি) ব্রাজিলের দায়িত্বে বসানো হয়নি। বরং পৃথিবীর কাছে আমরা এই বার্তা দিতে চাই, ফুটবলবিশ্বের সর্বোচ্চ স্থানে নিজেদের অধিষ্ঠিত করতে আমরা বদ্ধপরিকর। কার্লো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি জয়ী কোচ, এখন সর্বকালের সেরা জাতীয় দলটির নেতৃত্বও দেবেন। একসঙ্গে আমরা ব্রাজিলের ফুটবলে নতুন স্ব ঐতিহাসিক অধ্যায় রচনা করব।’

সর্বশেষ খবর