ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে নির্বাচন ট্রাইব্যুনালের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট সত্ত্বেও শপথ গ্রহণে বাঁধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেছেন, “আমি সম্পূর্ণ প্রস্তুত থাকলেও সরকারের নিরব ভূমিকা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে অগ্রগতি নেই।”
শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, “স্থানীয় সরকার আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথের ব্যবস্থা বাধ্যতামূলক। অথচ ২০ দিন পেরিয়ে গেলেও এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হলে ইশরাক হোসেন নির্বাচন ট্রাইব্যুনালে আপিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে, গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল ওই গেজেট বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন নতুন গেজেট প্রকাশ করে।
এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার অভাব নিয়েও প্রশ্ন তুলেছেন ইশরাক। তিনি বলেন, “সরকার শপথে বাধা দিয়ে নগর ভবনকেন্দ্রিক লুটপাটের ধারাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে।”
আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আমি কাউকে রাজপথে নামতে বলিনি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানাচ্ছে।”
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, “ফ্যাসিবাদী সরকারের ছত্রছায়ায় বিচারব্যবস্থা ছিল প্রভাবিত। যার ফলে দীর্ঘদিন এই মামলার নিষ্পত্তি হয়নি।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক বিবৃতি নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এনসিপি যদি গণঅভ্যুত্থানের ফসল হয়, তবে বিএনপি ১৬ বছর রাজপথে লড়েছে।”
ইশরাক হোসেন দ্রুত শপথ অনুষ্ঠানের আয়োজন না হলে জনমনে জাতীয় নির্বাচন নিয়েও সন্দেহ তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।